1. akaskuakata2020@gmail.com : akas :
  2. bdpc2018@gmail.com : desktop :
বিজ্ঞপ্তিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে । তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য । (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব)  সরকারের অনুকূলে থেকে মানবতার কল্যানে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে  প্রতিবাদ করার ক্ষেত্রে । সরকারের সহায়ক হইবে বলিয়া আমরা অঙ্গীকারবদ্ধ ।।আসসালামু আলাইকুম ।  (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব) এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম । বরিশাল বিভাগীয় প্রেসক্লাব কথা বলে মুক্তিযুদ্ধের চেতনায় । দেশ জাতি রাষ্ট্র সমাজ শিক্ষা ও স্বাস্থ্য সাংস্কৃতিক কৃষি অর্থনীতি তথা জাতি জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা নারীর হৃদয়ের কথা (আদর্শ সাংবাদিকদের কথা বলে) অন্যায় অনিয়ম মরণ নেশা মাদকের বিরুদ্ধে কথা বলতে বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । (আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না) । বরিশাল বিভাগীয় প্রেসক্লাবের সদস্য হইতে চাইলে যোগাযোগ করুন । এইচ. এম. শাহআলম শাহ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক :  বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । আগ্রহীদের যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে । বি : দ্র : -  বাংলাদেশের যে কোন সুস্থ ও সচেতন নাগরিক নেশা মুক্ত সুশিক্ষিত  নারী ও পুরুষ উক্ত প্রেসক্লাবের সদস্য হইতে পারিবেন । যোগাযোগ মোবাইল নং - 01715-714993 হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার 01743026762 ই-মেইল নং  journalist.shahalam@gmail.com  ধন্যবাদ ।।
সংবাদ শিরোনামঃ

যৌনশিক্ষা নিয়ে আমির খানের মেয়ের বক্তব্য ভাইরাল

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯১৬ বার

বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে তার মেয়ে ইরা খানকেও খুব ভালোভাবেই চেনেন সিনেমাপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সময় কাটান ইরা। প্রায়ই নিজের নানা মতবাদের কথা শেয়ার করেন তার ফলোয়ারদের সঙ্গে।

ছেলেবন্ধুর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত থেকে শুরু করে নানা রকম মানসিক স্বাস্থ্য নিয়েও বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকেন তিনি। তবে সম্প্রতি তার এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

যেখানে তিনি বলেছেন তার মা, তার বেড়ে ওঠার সময় তাকে একটি যৌন শিক্ষার বই উপহার দিয়েছিলেন যাতে করে নিজের ভালো মন্দটা নিজে বুঝতে পারেন তিনি।

ইরার সেই পোস্টে তিনি লেখেন, ‘যখন ইরা তার বয়সন্ধিকালের দিকে যাচ্ছিলেন ঠিক সে সময় মা রিনা দত্ত আমাকে একটি যৌন শিক্ষার বই উপহার দেন। তিনি সবসময় আয়নায় আমার নিজেকে নিজে ভালোভাবে দেখার উপদেশ দিতেন। যদিও আমি তার অনেক উপদেশ শুনতাম না।

কারণ আমি ভাবতাম সব কিছু প্রকৃতির নিয়মেই পরিবর্তন হবে। সাধারণভাবে চিন্তা করলে সময়ের সাথে আমার নিজেরও নানা শারীরিক পরিবর্তন আসছে। আমি বর্তমানে আমার জীবনের সকল কিছুর ভারসাম্য বজায় রাখতে নানা ব্যায়াম করে যাচ্ছি। তাই আমি এখন আগের চেয়ে নিজের জীবনকে আরও ভালোভাবে অনুধাবন করতে পারছি এবং আত্মবিশ্বাসী হচ্ছি।

আমি মনে করি আমাদের উঠতি বয়সে পরিবার থেকে আমাদের সর্বোচ্চ সহায়তা দরকার।’

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন নিউজ / অডিও / ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।  
Site Customized By NewsTech.Com