1. akaskuakata2020@gmail.com : akas :
  2. bdpc2018@gmail.com : desktop2 :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে । তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য । (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব)  সরকারের অনুকূলে থেকে মানবতার কল্যানে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে  প্রতিবাদ করার ক্ষেত্রে । সরকারের সহায়ক হইবে বলিয়া আমরা অঙ্গীকারবদ্ধ ।।আসসালামু আলাইকুম ।  (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব) এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম । বরিশাল বিভাগীয় প্রেসক্লাব কথা বলে মুক্তিযুদ্ধের চেতনায় । দেশ জাতি রাষ্ট্র সমাজ শিক্ষা ও স্বাস্থ্য সাংস্কৃতিক কৃষি অর্থনীতি তথা জাতি জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা নারীর হৃদয়ের কথা (আদর্শ সাংবাদিকদের কথা বলে) অন্যায় অনিয়ম মরণ নেশা মাদকের বিরুদ্ধে কথা বলতে বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । (আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না) । বরিশাল বিভাগীয় প্রেসক্লাবের সদস্য হইতে চাইলে যোগাযোগ করুন । এইচ. এম. শাহআলম শাহ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক :  বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । আগ্রহীদের যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে । বি : দ্র : -  বাংলাদেশের যে কোন সুস্থ ও সচেতন নাগরিক নেশা মুক্ত সুশিক্ষিত  নারী ও পুরুষ উক্ত প্রেসক্লাবের সদস্য হইতে পারিবেন । যোগাযোগ মোবাইল নং - 01715-714993 হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার 01743026762 ই-মেইল নং  journalist.shahalam@gmail.com  ধন্যবাদ ।।

১৮ বছর হলেই যারা টিকা পাবেন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৭৩৭ বার

ফ্রন্টলাইন ওয়ার্কারদের পরিবারের যেসব সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি তারা সবাই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে; ডাক্তার, নার্স, আর্মি, পুলিশ, নেভি, শিক্ষক-ছাত্র, তাদের আগে টিকা দেয়ার জন্য। তাদের পরিবারের যারা ১৮ বছর এবং তার ঊর্ধ্বে, তাদেরও এর আওতায় নিয়ে আসব। এ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তার কাছ থেকে অনুমতি নিয়েছি আমরা। এখন থেকে এটা কার্যকর। সুরক্ষা অ্যাপসে আমরা এটি দিয়ে দিচ্ছি, সে অনুযায়ী কাজ হবে।’

শনিবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ে কমিটি করে দিয়েছি। আগেও কমিটি ছিল, এখন আরও জোরদার করা হয়েছে সেই কমিটি। সেই কমিটি প্রতিটি গ্রামে রোগী খুঁজবে এবং দেখবে সেই অর্ডার করেছি। প্রাথমিক স্টেজেই হাসপাতালে নেওয়া লাগলে নেয়ার ব্যবস্থা করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি। কারণ দেরি করে হাসপাতালে এলে মারা যায়, কিছু করার থাকে না।’

‘তাদের আরেকটি নির্দেশনা দিয়েছি যে, গ্রামের বয়স্ক লোকদের আগে টিকা দিতে হবে। তাদের নিয়ে আসবা টেনে, যারা টিকা নিতে অনীহা প্রকাশ করে। তাদের টিকা দেয়ার জন্য নিয়ে আসবা, নিয়ে এসে টিকা দেবা। যারা কম বয়সী, তারা পরে নিলেও অসুবিধা নেই। কিন্তু বয়স্ক লোকরা মৃত্যুঝুঁকিতে আছে। তাদের আগে দিতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন (এলএমও) আনার ব্যবস্থা করেছি। মাসে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন আসবে। আমাদের যা আছে তার সঙ্গে এগুলো যুক্ত হবে। সরকার প্রায় ৪৩টি অক্সিজেন জেনারেটর অর্ডার করেছে। আমেরিকা থেকে আমরা আড়াইশ ভেন্টিলেটর পাচ্ছি। আমেরিকায় বসবাসরত বাঙালিরা বিনামূল্য বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে এগুলো দিচ্ছে।’

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন নিউজ / অডিও / ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।  
Created By Hafijur Rahman Akas