1. akaskuakata2020@gmail.com : akas :
  2. bdpc2018@gmail.com : desktop :
বিজ্ঞপ্তিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে । তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য । (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব)  সরকারের অনুকূলে থেকে মানবতার কল্যানে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে  প্রতিবাদ করার ক্ষেত্রে । সরকারের সহায়ক হইবে বলিয়া আমরা অঙ্গীকারবদ্ধ ।।আসসালামু আলাইকুম ।  (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব) এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম । বরিশাল বিভাগীয় প্রেসক্লাব কথা বলে মুক্তিযুদ্ধের চেতনায় । দেশ জাতি রাষ্ট্র সমাজ শিক্ষা ও স্বাস্থ্য সাংস্কৃতিক কৃষি অর্থনীতি তথা জাতি জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা নারীর হৃদয়ের কথা (আদর্শ সাংবাদিকদের কথা বলে) অন্যায় অনিয়ম মরণ নেশা মাদকের বিরুদ্ধে কথা বলতে বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । (আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না) । বরিশাল বিভাগীয় প্রেসক্লাবের সদস্য হইতে চাইলে যোগাযোগ করুন । এইচ. এম. শাহআলম শাহ প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক :  বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । আগ্রহীদের যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে । বি : দ্র : -  বাংলাদেশের যে কোন সুস্থ ও সচেতন নাগরিক নেশা মুক্ত সুশিক্ষিত  নারী ও পুরুষ উক্ত প্রেসক্লাবের সদস্য হইতে পারিবেন । যোগাযোগ মোবাইল নং - 01715-714993 হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার 01743026762 ই-মেইল নং  journalist.shahalam@gmail.com  ধন্যবাদ ।।

মৃত্যুসহ সব সূচকই নিম্নমুখী, বেড়েছে সুস্থতাও

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৮৬২ বার

সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার কমেছে, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যাও। এছাড়া নমুনা পরীক্ষার সংখ্যাও আগের সপ্তাহের তুলনায় কমেছে। এক সপ্তাহে মৃত্যু ১০৩ জনের এবং শনাক্ত কমেছে ২২ হাজার ১৬৩ জনের। নমুনা পরীক্ষা কমেছে ৮২ হাজার ৭১৬টি ও সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫২ জন।

চলতি বছরের ২৮তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১১ থেকে ১৭ জুলাই) তুলনায় ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৮ থেকে ২৪ জুলাই) পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে নমুনা পরীক্ষা ২৮ দশমিক ৯৪ শতাংশ, শনাক্ত ২৬ দশমিক ৬৭ এবং মৃত্যু ৬ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পায়। একই সময়ে সুস্থতা বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৮তম এপিডেমিওলজিক্যাল ২৮ সপ্তাহে ২ লাখ ৮৪ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা, ৬০ হাজার ৯৩৩ জন শনাক্ত, ৫৫ হাজার ১৭৬ জন সুস্থ ও ১ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়।

এক সপ্তাহের ব্যবধানে ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ২ লাখ ২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা, ২৩ হাজার ৫৪১ জন শনাক্ত, ১৬ হাজার ১২২ জন সুস্থ ও ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়।

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন নিউজ / অডিও / ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।  
Site Customized By NewsTech.Com