হাফিজুর রহমান আকাশ, মহিপুর থেকে, কুয়াকাটার মহিপুরে যুব লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় মহিপুর থানা যুব লীগের স্থায়ী কার্লযালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদাউস হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মহিপুর থানা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট । সভায় বিশেষ অতিথী ছিলেন, মনিরুল ইসলাম সভাপতি মহিপুর প্রেসক্লাব, নাসির উদ্দিন সাধারন সম্পাদক মহিপুর প্রেসক্লাব, ছিদ্দিক মোল্লা সদস্য মহিপুর থানা যুবলীগ, শাহরিয়ার সুমন, মনির হাওলাদার যুগ্ম আহবায়ক মহিপুর ইউনিয়ন ওকুয়াকাটা পৌর যুবলীগের নেতা কর্মিরা প্রমুখ। সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ, মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।