1. akaskuakata2020@gmail.com : akas :
  2. bdpc2018@gmail.com : desktop :
বিজ্ঞপ্তিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে । তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য । (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব)  সরকারের অনুকূলে থেকে মানবতার কল্যানে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে  প্রতিবাদ করার ক্ষেত্রে । সরকারের সহায়ক হইবে বলিয়া আমরা অঙ্গীকারবদ্ধ ।।আসসালামু আলাইকুম ।  (বরিশাল বিভাগীয় প্রেসক্লাব) এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম । বরিশাল বিভাগীয় প্রেসক্লাব কথা বলে মুক্তিযুদ্ধের চেতনায় । দেশ জাতি রাষ্ট্র সমাজ শিক্ষা ও স্বাস্থ্য সাংস্কৃতিক কৃষি অর্থনীতি তথা জাতি জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা নারীর হৃদয়ের কথা (আদর্শ সাংবাদিকদের কথা বলে) অন্যায় অনিয়ম মরণ নেশা মাদকের বিরুদ্ধে কথা বলতে বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । (আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না) । বরিশাল বিভাগীয় প্রেসক্লাবের সদস্য হইতে চাইলে যোগাযোগ করুন । এইচ. এম. শাহআলম শাহ প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক :  বরিশাল বিভাগীয় প্রেসক্লাব । আগ্রহীদের যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে । বি : দ্র : -  বাংলাদেশের যে কোন সুস্থ ও সচেতন নাগরিক নেশা মুক্ত সুশিক্ষিত  নারী ও পুরুষ উক্ত প্রেসক্লাবের সদস্য হইতে পারিবেন । যোগাযোগ মোবাইল নং - 01715-714993 হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার 01743026762 ই-মেইল নং  journalist.shahalam@gmail.com  ধন্যবাদ ।।

চীনে গুদামে আগুন, নিহত ১৪

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৮৯ বার

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ১২ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে ওই গুদামটি অবস্থিত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ এখনও চলছে। ওই ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা মই এবং ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ওই ভবনটির চারপাশ কাঁচ দিয়ে ঘেরা।

দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে শিনহুয়া। চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মেনে না চলা এবং অননুমোদিত ভবনগুলো এমন ভাবে তৈরি করা হয় যে, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বের হওয়াটাও অনেকটা কঠিন হয়ে পড়ে।

এর আগে গত জুনে চীনের হেনান প্রদেশে একটি বোর্ডিং স্কুল অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই শিশু। পরবর্তীতে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা যায় যে, ওই স্কুল ভবনে বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা নিরীক্ষণের কাজ শেষ করা হয়নি।

ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। চীনের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে উন্নত সুরক্ষা মানের নিশ্চয়তা চেয়েছেন।

২০১৭ সালে বেইজিংয়ের অভিবাসী অধ্যুষিত এলাকায় দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ডজন মানুষ নিহত হয়। এছাড়া ২০১০ সালে সাংহাই আবাসিক ব্লকের একটি ২৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৮ জন প্রাণ হারায়।

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন নিউজ / অডিও / ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।  
Site Customized By NewsTech.Com